গৌরীপুরে এক নারী মাদক কারবারির কারাদন্ড

মিলন খান, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে আহালী খাতুন ঝর্ণা (৫০) নামে এক নারী মাদক কারবারিকে এক বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপরে ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করে এই দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। দন্ডপ্রাপ্ত নারী উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
এর আগে শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সাইকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি টিম মইলাকান্দা ইউনিয়নের অভিযযানে চালায়। অভিযানে আধা কেজি গাঁজা সহ আহালী খাতুন ঝর্ণাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় ১৫ দিন কারদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত নারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে।