গোবিন্দগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্টিত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের উদ্বুদ্ধ করনে রাজস্ব খাতের অর্থায়নে অধিক ফসল উৎপাদনের লক্ষে শরিষা প্রদর্শনী শষ্য কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।

গত ১৫ জানুয়ারী শনিবার উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের কৃষক ফজিয়ার রহমানের ১ বিঘা জমির বারী-১৪ শরিষা প্রদর্শনীর শরিষা কর্তন উপলক্ষে অনুষ্টিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি বলেন, একই উৎপান খরনে অন্য জাতের শরিষার চেয়ে বারী-১৪ শরিষার ফলন অধিক। এতে একদিকে যেমন ফলন বেশি অপর দিকে তেলের পরিমান বেশি পাওয়া যায়। এ ছাড়াও শরিষার গাছ অধিক জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়।

ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত কৃষক মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জগদীশ চন্দ্র সরকার, জিয়াউল হক, কৃষক ছাদেকুর ইসলাম, মোস্তাফিজুর রহমান লুলু, কছির উদ্দিন ও এনামূল হক প্রমূখ।