গোবিন্দগঞ্জে এনডিএফ কর্তৃক ক্লাইমেট চেঞ্জের উপর সেমিনার ও ফলজ চারা বিতরণ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃগোবিন্দগঞ্জে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনডিএফ কর্তৃক ক্লাইমেট চেঞ্জের উপর সেমিনার ও ফলজ চারা বিতরণ করেছে। রবিবার সকাল ১১টায় উপজেলার কাটাবাড়ীস্থ অফিস চত্ত¡র ক্লাইমেট চেঞ্জের উপর এক সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান,প্রোগ্রাম অফিসার এনডিএফ মিঃ মনোরঞ্জন সাহা,এনডিএফ উপজেলা শাখার ম্যানেজার মিঃ লক্ষন মহন্ত, কাটাবাড়ী ইউপি’র সচিব আজমল হোসেন, মহিলা সদস রোকেয়া বেগম,ডাঃ ফিলিমন বাক্সে,উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি মিঃ রুসেন কিস্কু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি গন উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একশত পরিবারের মাঝে ফলজ চারা বিতরন করেন।