গোবিন্দগঞ্জে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ চাষীদের প্রশিক্ষন কর্মশালা

তাজুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ জাইকা সংস্থার সহযোগীতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেঁয়াজ ফসল উৎপাদক বিষয়ক চাষীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উন্নয়ন প্রকল্প জাইকা সংস্থার উপজেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম তাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান কাজল ,স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন প্রকল্প জাইকা সংস্থার উপজেলা প্রতিনিধি অরবিন্দু,অতিরিক্ত কৃষি অফিসার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়নের চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মশালায় চাষীদের পেঁয়াজের বীজ বিতরন করা হয়।