গোপালগঞ্জ মুকসুদপুরের বালু ব্যবসায়ী মেরাজ শেখ হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন

কাজী ওহিদ

গোপালগঞ্জের মুকসুদপুরে বালু ব্যবসায়ী মো. মেরাজ শেখ হেলিকপ্টারে চড়ে বিয়ে করে এলাকায় বেশ আলোচিত হয়েছে। বাবার ইচ্ছা পূরণেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন।

১৬ জানুয়ারী রবিবার দুপুরে বর মোঃ মেরাজ শেখ তার ভাইবোন নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে কনের বাড়ী যান।

বর দেখতে এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন। আর গাড়ি পথে ২ হাজার বরযাত্রী যান কনের বাড়িতে।

মুকসুদপুর উপজেলার গোহলা ইউনিয়নের দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের তোয়াজ শেখের ছেলে মো. মেরাজ শেখ। তিনি বিয়ে করেছেন একই ইউনিয়নের পার্শ্ববর্তী উত্তর গঙ্গারামপুর গ্রামের আজাদ খোন্দকারের মেয়ে আফরিন আক্তারকে।

মো.মেরাজ শেখ সাংবাদিকদের বলেন, জীবনে বিয়ে একবারই হয়। এছাড়া বাবার ইচ্ছা পূরণ বলে কথা। তাই ঢাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, সাবেক চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মিনা, গোহলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এম মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল, আয়ুব আলী মাতুব্বার, ইউপি সদস্য সালাউদ্দিন মান্দার, মাওলানা সিরাজুল ইসলাম মিনা, হোসেন শেখ, সাখী শেখ, সূর্য শেখ, শাহ আলম মুন্সি, শহিদুল শেখ, কাশেম শেখ, মাহামুদ মিনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।