গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

smart

এই আমার দেশ ডেক্স : গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রোববার  গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য়  কমিটির প্রধান জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কবির মিয়া,কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডাঃ তরুণ মন্ডল,স্থানীয় সরকারের উপ-পরিচালক কালাচাঁদ সিংহ, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মনোজ রায়, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম, জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মির্জা শিবলী মাহমুদ, জেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, কে, ফজলুল হক, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খঃ মোঃ শরিফুল আলম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল ফারুকী,ওজোপাডিকো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন অর-রশিদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান, মুকসুদপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা: তাসলিমা আলী, কাশিয়ানী উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এস এম মাইনুদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোহাম্মদ রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার এসএম ফিরোজুল আহসান, জেলা মার্কেটিং কর্মকর্তা আরিফ হোসেন, জেলা রেজিস্ট্রার শাহ নাওয়াজ খান, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ জানে আলম প্রমূখ উপস্থিত ছিলেন।