গোপালগঞ্জে ইয়াবাসহ আটক ১৪

কাজী ওহিদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জুলাই রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুবকর মিয়ার নির্দেশনায় এস আই সৈকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলা পৌরসভার চন্ডিবর্দী গ্রামের মৃত্যু নুরুল ইসলাম নয়া মিয়ার ছেলে আশ্রাফুল আলম রেন্টুকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে। অপর দিকে একই দিনে বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো (১) সেজেনুর রহমান (২৭) পিতা আরব আলী শেখ, (২) আকবার শেখ (২২) পিতা মৃত্যু নুরু শেখ, (৩) মশিউর মোল্লা (২৬) পিতা মান্নান মোল্লা, (৪) পাপন শেখ পিতা জলিল শেখ, (৫) জাকুল্লা শেখ (১৮)পিতা মৃত্যু আবুল হোসেন, (৬) সাগর শেখ (১৮) পিতা হাসমত শেখ, সর্ব সাং বরইহাট, উপজেলা- মুকসুদপুর। এছাড়া ওয়ারেন্ট ভুক্ত আটককৃত আসামীরা হলো (১) মোঃ নাঈম মুন্সি,পিতা আবুল খায়ের মুন্সী, গ্রাম বাশবাড়িয়া, (২) ঝন্টু মোল্লা, (৩) সেন্টু মোল্লা, উভয়ের পিতা বাদশা মোল্লা গ্রাম-খান্দাপাড়া। আটকৃতদের কে গোপালগঞ্জ আদালতে প্রেরন করেছেন। এখানে উল্লেখ থাকে যে,বর্তমান যে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া যোগদানের পর হতে মুকসুদপুর উপজেলায় জুয়া,মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং সহ নানাবিধ অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে আইন শৃংখলা ব্যাপক উন্নতি হওয়ায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছন।