গোপালগঞ্জের মুকসুদপুর যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি থেকেঃ-

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশে ন্যায় মুকসুদপুরে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

ভোর ৬টায় ৩১বার তোপধ্বনি মাধ্যমে বিজয় দিবসের সূচনার শুরু হয়। ভোর সাড়ে ৬টয় উপজেলা পরিষদ মাঠে শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমাম রাশেদ,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমাম রাশেদ,মুকসুদপুর থানার পক্ষে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া,উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র মোঃ আতিকুর রহমান মিয়া,পৌর আওয়ামীলীগের পক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধ্যাঞ্জলি জানান।

এরপর দুপুর ১১টায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমাম রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফিরোজ খান,স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের মুকসুদপুর থানার অধিনায়ক জাফর আহম্মেদ মল্লিক, বাশবাড়িয়া ইউ,পি চেয়ারম্যয়ন মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মোল্যা, মুক্তিযোদ্ধা আতাউর রহমান,হাফিজুর রহমান চোকদার,মোয়াজ্জেম হোসেন প্রমূখ।বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ত্রুীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৪টায় দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ বাক্য পাঠে মুকসুদপুর উপজেলায় উপস্থিত সকলে অংশ নেয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।