গোপালগঞ্জের মুকসুদপুরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোর ধান রোপনের উদ্বোধন

কাজী ওহিদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-

গোপালগঞ্জের মুকসুদপুর কৃষি প্রনোদনা ২০২১ -২০২২ রবি মৌসুমে বোর ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। গত ১১ জানুয়ারি মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কৃষি অফিসার চৈতন্য পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক রিনা খাতুন,জেলা কৃষি ইন্জিনিয়ার শফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, ,মুকসুদপুর প্রেসক্লাবের সহ –সভাপতি সরদার মজিবুর রহমান, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন,মেম্বার আজাদুর রহমান মাহফুজ ও কৃষক লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে রবি মৌসুমে বোর ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপনের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।