গুরুদাসপুরে কৃষকের বাড়ি ভেঙ্গে পানিতে ফেলার অভিযোগ, মেম্বারের বিরুদ্ধে মামলা

সালাহ উদ্দিন, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দরিহাসমারি গ্রামে কৃষকের বাড়ি ভেঙ্গে পানিতে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বরের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আফসার হোসেন। অভিযুক্ত ইউপি মেম্বরের নাম আব্দুর রউফ। তিনি ৭নং ওয়ার্ডের মেম্বর।

ক্ষতিগ্রস্থ আফসার হোসেন বলেন, তার ছেলে শাহাদৎ হোসেনের দলিলী জায়গা দীর্ঘদিন জোড় পুর্বক দখল করে আসছিলো ইউপি সদস্য আব্দুর রউফ এর বড় ভাই আব্দুল কুদ্দুস ও তার স্বজনরা।এনিয়ে দীর্ঘ দ্বন্দ্বের অবসানে এক বছর আগে শালিশি বৈঠকে জমি ফিরে পান শাহাদৎ হোসেন। ওই জমিতে তাদের থাকার জন্য ঘর বাড়ি তৈরি করে দেয় তার ছেলে ।

কিন্তু হঠাৎ করেই বুধবার(২২ সেপ্টেম্বর) ভোরে ইউপি সদস্য আব্দুর রউফের নেতৃত্বে আব্দুল কুদ্দুস, হামিদ, রেজা, কপি, লিটন, হাসিনুরসহ প্রায় ২৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ি ঘর ভাঙ্গচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়। এসময় তাকেসহ বাড়িতে থাকা লোকজনকে মারধর করে চলে যায় আক্রমনকারীরা।

শাহাদৎ হোসেন দাবী করেন, তার বাবা একজন অসহায় হতদরিদ্র মানুষ। দিনমজুরী করে সংসার পরিচালনা করেন।
এমন ঘটনায় তার বাবা হতাশাগ্রস্ত্রস্থ হয়ে পরেছেন।

ইউপি সদস্য আব্দুর রউফের ভাই আব্দুল কুদ্দুস বলেন, তাদের জায়গায় ওই ঘর ছিলো। তাই ভেঙ্গে ফেলা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন বুধবার বিকেলে জানান, শাহাদাৎ বাদী হয়ে ওই ঘটনায় মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।