গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্ক অস্বীকার মাস্কের

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান সঙ্গে কখনো কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না বলে দাবি করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এ সংক্রান্ত প্রতিবেদনকে ‘একেবারে বাজেকথা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের আলোচিত প্রতিবেদনের পর রোববার (২৪) মাস্ক টুইটারে এভাবে নিজের প্রতিক্রিয়া জানান।

সোমবার (২৫ জুলাই) প্রকাশিত বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে পোস্ট করা সংবাদটির একটি লিংকে রিপ্লাই দিতে গিয়ে মাস্ক এসব কথা বলেন।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদনটিতে দাবি করা হয়, নিকোল শ্যানাহানের সঙ্গে ওই সম্পর্কের কারণে ব্রিনের সঙ্গে বন্ধুত্বে ছেদ পড়েছে মাস্কের।

কিন্তু মাস্ক বলছেন, ব্রিনের সঙ্গে এখনো তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তারা গত রাতেও একসঙ্গে একটি পার্টিতে ছিলেন!

মাস্ক এবং ব্রিনের পরিচিতদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক গত বছরের শেষ দিকে শানাহানের সঙ্গে সম্পর্কে জড়ান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনার কারণে চলতি বছরের শুরুতে ব্রিন বিবাহবিচ্ছেদের জন্য আপিল করেন।

মাস্ক টুইটে বলেন, আমি তিন বছরে মাত্র দুবার নিকোলকে দেখেছি, দুবারই আশপাশে অনেক লোক ছিল। এখানে রোমান্টিকতার কিছু নেই।

ওয়াল স্ট্রিট জার্নাল শ্যানাহানের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে, কথিত ওই সম্পর্কের সময় ডিসেম্বরে ব্রিন এবং তার স্ত্রী আলাদা হয়ে গেলেও এখনো একসাথে বাস করছেন।