গুগলের ডুডলে জাতীয় শিশু দিবস

ডেস্ক রিপোর্ট : গুগলের ডুডলে এবার জায়গা করে নিয়েছে জাতীয় শিশু দিবস।

রোববার বাংলাদেশ থেকে গুগলের হোম পেজ ‘গুগল ডটকম’ বা ‘গুগল ডটকম ডটবিডি’ ভিজিট করলেই দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন ডুডলটি।

শিশু দিবসের বিশেষ এই ডুডল শিশুদের নিয়েই সাজিয়েছে গুগল। এতে প্রাকৃতিক পরিবেশে গাছপালার মাঝে শিশুদের বইপড়ার, খেলা করার ও উল্লাসে মেতে ওঠার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

‘চিলড্রেন’স ডে ২০১৯’ শিরোনামের ডুডলটিতে ক্লিক করলে জাতীয় শিশু দিবস সম্পর্কিত তথ্য পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মিদন ১৭ মার্চ। ২০০৯ সাল থেকে এই দিনে বাংলাদেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস।

এর আগে সর্বশেষ গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ ডুডলে হোমপেজ সাজায় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।