গাজায় তল্লাশিচৌকিতে বিস্ফোরণে ৩ পুলিশ নিহত


আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় দুটি তল্লাশিচৌকিতে বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে বলে হামাসশাসিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াদ আল-বোজম জানিয়েছেন।
এ বিস্ফোরণের পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গাজার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন হামাসের ওপর এমন হামলার ঘটনা একেবারে বিরল।
ইয়াদ আল-বোজম বলেন, হামলার নেপথ্যে করা রয়েছেন, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তদন্ত করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তিনি বলেন, যেই পাপিষ্ঠ হাতে এ হামলা চালানো হয়েছে, তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, গাজা শহরে একের পর এক ওই হামলায় ইসরাইলের কেউ জড়িত না।
হামলার পর মূল সড়কে হামাসের উপস্থিতি বেড়ে গেছে। ২০ লাখ লোকের বসতি উপত্যকাটিতে সতর্কাবস্থা জারি করা হয়েছে।
এর আগে হামাসের মর্টার হামলার জবাবে প্রতিরোধ সংস্থাটির সামরিকঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে রাতের এই বিস্ফোরণের অবৈধ রাষ্ট্রটি জড়িত না বলে জানিয়েছে।