গভীর রাতে গ্রামপুলিশদের কার্যক্রম পরিদর্শনে থানা ওসি

মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার গদাইপুরে স্থানীয় গ্রাম পুলিশদের কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: এজাজ শফী। সোমবার (৪ অক্টোবর) রাত ১১টায় গদাইপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের পরামর্শ প্রদান কালে ওসি গদাইপুর ইউনিয়নে জুয়া হিসেবে যারা কেরাম বোর্ড, লুডু, দাবাসহ অন্যান্য যে কোন প্রকার খেলা খেলে তাদেরকে চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনার জন্য গ্রাম পুলিশদের নির্দেশনা দেন। এসময় তিনি যে সকল অপরাধীরা পলাতক তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সহযোগিতারও আহ্বান জানান। এসময় গ্রামপুলিশদের প্রতিটা গ্রামের পাড়া-মহল্লায় সারারাত বাঁসি ও টর্চ লাইট জ্বালিয়ে ডিউটি করার নির্দেশনাসহ এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন যেকোন ঘটনার প্রতি খেয়াল করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসআই শাহাদাৎ, এসআই রেজাউল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মেহেদী হাসান নান্টু, শেখ তুহিন ও ইউনিয়নে কর্মরত সকল গ্রামপুলিশ সদস্যবৃন্দ।