গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের মাস্ক পরিধান নিশ্চিতকরণে চিঠি প্রেরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ কোভিড-১৯ সংক্রমের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে সূত্র-মন্ত্রিপরিষদ বিভাগের ২৫ অক্টোবর-২০২০ তারিখের স্বারক নং-০৪.০০.০০০০.৫১২.১৮.০০৩.২০-৫১৪ মোতাবেক গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলীমা বেগম বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, বিশিষ্টজনসহ বিভিন্ন সংগঠন ও সমিতিতে ২ নভেম্বর চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন কোভিড-১৯ সংক্রমনের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে “মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ” অথবা “মাস্ক পরিধান করুন, সেবা নিন” বিষয়ে ব্যানার স্থাপন এবং কোভিড-১৯ প্রতিরোধে জারিকৃত পরিপত্র সমূহের নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অনুরোধ জানান। এছাড়া মাস্ক ব্যতীত অফিস/আদালত/শপিংমল/বাজার/সামাজিক/রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোন সাহায্য/সহযোগিতা/ সেবা না দেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, কোভিড-১৯ সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সরকারি নির্দেশনা কেহ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।