গঙ্গাচড়ায় ৪৪ শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ সুরক্ষায় জানো প্রকল্পের পণ্য সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় গতকাল বুধবার ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর আউটকাম (জানো) প্রকল্পের উদ্যোগে কোভিড-১৯ সুরক্ষায় উপজেলা ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ ধরণের পণ্য সামগ্রীা বিতরন করা হয়েছে। গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পণ্য সামগ্রী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সহকারি শিক্ষক জাহানুর ইসলাম ও অফিস সহকারি ফটিক চন্দ্রের হাতে তুলে দেন গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য আব্দুল বারী স্বপন, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিথি নুরুন্নবী মিয়া ও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ,জানো প্রকল্পের এফও রুহুল আমিন, গীতা রানী, সিভি শাহাজাদী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৩৩টি, ৬ টি মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টিতে ঝাড়– ৩টি, হ্যান্ড ওয়াশিং বালতি ট্যাপসহ ৩টি, মগ ৩টি, ফ্লোর ক্লিনার তরল ৩টি, পরিস্কারক পাউডার ৩ প্যাক, স্প্রে বোতল ৫টি, স্যানিটারী ন্যাপকিন ১০ প্যাকেট, স্কুল রিওপেনিং গাইডলাইন ৩টি, সফি ওয়াটার ও ক্লোরিন দ্রবণ প্রস্তÍতির লিফলেট ৩টি, ফেস্টুন হাত ধোয়া বিষয়ক ৪টি, লিফলেট কোভিড-১৯ সচেতনতামূলক ১০০টি, ডিজিটাল থার্মাল স্ক্যানার ১টি ও ১ বার ব্যবহার যোগ্য সার্জিক্যাল মাস্ক ২০০টি এ ১৩ ধরণের পণ্য সামগ্রী ধারাবাহিকভাবে বিতরণ করা হয়।