গঙ্গাচড়ায় সফ্ট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তি জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী (ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) বিষয়ক সফ্ট স্কিলস প্রশিক্ষণের গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোশাররফ হোসেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোসাদ্দেকুর রহমান। উপজেলা পরিষদ হলরুম ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে দুটি ভেনুতে কামার ১১, কুমার ১০, নাপিত ৩৪, বাঁশবেত প্রস্তুতকারী ৪১ ও জুতা মেরামতকারী ৯ জনসহ মোট ১০৫ জন প্রশিক্ষণে অংশ গ্রহন করেছে।