গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মুজিব শতবার্ষিকী উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধনি ও বঙ্গবন্ধুর মুর‌্যাল এ পুষ্পস্তবক অর্পন এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগমসহ সকল সরকারি কর্মকর্তা বঙ্গবন্ধুর ম্যুারালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, আওয়ামীলীগ, জাতীয় পার্টি শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও মুজিববর্ষ পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর আত্বার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জন্মশতবার্ষিকীর কেক কাটা ও মিষ্টি খাওয়ানো হয়। অপরদিকে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং গাভী পালনে সমবায় সমিতির সদস্যর মাঝে সুদ মুক্ত ঋণের চেক বিতরণ করেন উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে নতুন ভোটারদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন নির্বাচন অফিসার আইনুল হক। দিবসটি উপলক্ষে গঙ্গাচড়া বিএম কলেজে বৃক্ষ রোপন করা হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দোয়া মাহফিল করা হয়। গঙ্গাচড়া সোনালী ব্যাংক শাখায় রাত ১২টা ১ মিনিটে কেক কাটা ও দোয়া মাহফিল করা হয়। এদিকে হাসপাতাল, এতিমখানা, আশ্রয় কেন্দ্রে উন্নত মানের খাবার বিতরণ করা হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবার বর্গের আত্বার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে মোনাতজাত/প্রার্থনা করা হয়। উপজেলা আওমীলীগের সভাপতি আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে ও জাতীয় পার্টির আহবায়ক নুর আমিন, সদস্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মী নিয়ে এবং মুক্তিযোদ্ধাবৃন্দ, ও মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার পুলিশ সদস্যদের নিয়ে সকল কর্মসূচী পালন করে। তাছাড়া উপজেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্যভাবে দিবসটি উদযাপন করে।