গঙ্গাচড়ায় পেঁয়াজ রসুন আদায় ঝাজ নিন্ম আয়ের মানুষ বিপাকে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিসহ পবিত্র মাহে রনজানকে পুজি করে রংপুরের গঙ্গাচড়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় বাজার। সীমিত সরবরাহ সহ পরিবহনের খরচ বৃদ্ধির অজুহাত বেড়েছে চাল, ডাল, আটা, তেল, চিনি, সোলা, আলু পেঁয়াজ, রসুন আদা, মসলাসহ চিরা, মুড়ি ও মাছ মাংস পন্য সামগ্রীর দাম।এক সপ্তাহের ব্যধনে অনাঙ্তি ভাবে মূল্য বেড়ে বাজার অস্বাভাবিক হয়ে ওঠায় বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ।এক শ্রেনীর অসাধু মজুদদার ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করছে এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।অধিক মুনাফা লাভের আশায় এসব ব্যবসায়ী চালসহ নিত্যপন্যের মজুদ বাড়াছে তাদের গুদামে। এদিকে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনসহ বাজার রিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও থেমে নেই এসব ব্যবসায়ীদের দৈৗরত্ব।এদিকে দাম কমছে কাাঁচা মরিচ, বেগুন ও শাক সবজি। নিন্ম আযের মানুষ বাজার মনিটরিং অব্যাহত রাখতে প্রশসনের প্রতি আহবান জানান।