গঙ্গাচড়ায় পেঁয়াজ ও নাবী পাট বীজ বিনামূল্যে বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন দপ্তরের ব্যবস্থাপনায় ২০২১-২২ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় গ্রীস্মকালীন পেঁয়াজ ও নাবী পাট বীজ আবাদ বৃদ্ধির নিমিত্ত প্রণোদনা কর্মসূচির আলোকে বিনামূল্যে গতকাল রোববার উপজেলা চত্তরে ৫০ কৃষকের পেঁয়াজ বীজ ও সার এবং ২৫ জন কৃষকের মাঝে নাবী পাট বীজ ও সার বিতরণ করা হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি বীজ ও সার কৃষকের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, কৃষি অফিসার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি বিভাগের জনবল বীজ রোপন থেকে উত্তোলন পর্যন্ত তদারকি করবে।