গঙ্গাচড়ায় তিস্তার পানির তোড়ে ধসে গেছে বøক

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পানির তোড়ে মার্জিনাল ডাইকে বøক পিচিং ধসে গেছে। গত কয়েক দিনের ভারী বর্ষন ও বন্যায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নোহালী ইউনিয়নের বৈরাতি নামক স্থানে অবস্থিত মার্জিনাল ডাইকের প্রায় ৭৫ ফুট অংশের বøক পিচিং ধসে গেছে। সরেজমিনে দেখা যায়, তিস্তার প্রবল স্রোত এসে আঘাত করছে মার্জিনাল ডাইকে। স্থানীয়রা ভাঙন ঠেকাতে বাঁশ পুঁতে রেখেছে। তারা জানায়, ২০১৮ সালে এখানে বøক পিচিং করলেও সামনে বøক ডাম্পিং না করার কারণে পানির তোড়ে ভাঙন দেখা দিয়েছে। নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল বলেন, জরুরী ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করার আহবান জানান। রংপুর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এলাকার উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, দু-এক দিনের মধ্যে সেখানে জিও ব্যাগ ডাম্পিং করা হবে।