গঙ্গাচড়ায় আগুনে ঘর ও গরু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও’র সহযোগিতা প্রদান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আগুনে ঘর ও গরু পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে তাৎক্ষনিক এক ক্ষতিগগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলীমা বেগম। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলাল চর এলাকায়।

এলাকাবাসী জানায়, আলাল চরের আব্দুল্লাহের বাড়ির গোয়াল ঘরে মশার কয়েল থেকে ঘরে আগুন লাগে। আগুন দ্রæত ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন টের পেয়ে তা নিভানোর চেষ্টা করে। আব্দুল্লাহ তার পালিত ৬টি উন্নত জাতের গরু বাঁচানোর জন্য আগুনের মাঝেই ঘরে ঢুকে পড়ে। এতে সে নিজে আগুনে পুড়ে যেয়ে গুরুত্বর আহত হয়। তাকে চিকিৎসার জন্য দ্রæত রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে একটি ১ লাখ টাকা মুল্যের ১টি উন্নত জাতের গর্ভবতী গরু, ২ হাজার টাকার ১টি ছাগল ও টিনের গোয়াল ঘরটি পুড়ে যায়। এছাড়া ১টি গরু পুড়ে আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে বাড়ির অন্যান্য ঘর রক্ষা পায়। এদিকে আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, পিআইও জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১২ হাজার টাকা, চাল,ডাল, লবন, তেল, চিনি, লুডুস, সেমাইসহ অন্যান্য খাবার সামগ্রী, কম্বল ও ৪ বান্ডিল ঢেউটিন প্রদান করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য রেজাউল কবির রঞ্জু, ইউপি সদস্য শরিফুল ইসলামসহ এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।