খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ না ফেরার দেশে চলে গেলেন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় খোন্দকার ইব্রাহিম খালেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খোন্দকার ইব্রাহিম খালেদ করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু এরপর থেকেই তার শারীরিক অন্যান্য সমস্যাও দেখা দিতে থাকে। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, এরপর তিনি আর স্বাভাবিক অবস্থায় ফেরেননি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে জানান, উনি করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। আরও কিছু জটিল সমস্যা ছিল। এ ছাড়া বয়সও হয়েছে।

সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবাণীতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য যে, খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ইব্রাহিম খালেদকে ২০১১ সালে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ দেয়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নর।