খুলনায় ত্রাণ কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ। মঙ্গলবার সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে এই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এসময় ৫ হাজার দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতি বাক্সে চাল ৫ কেজি, ডাল, আটা ও আলু ৩ কেজি করে, চিনি ও তেল ২ কেজি করে এবং ১ কেজি লবণ প্রদান করা হয়।

ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে খুলনার শিববাড়ি চত্বরে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। টহল কার্যক্রমে নিয়োজিত সেনাসদস্যদের উৎসাহ প্রদান করেন তিনি। এসময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় করেন তিনি। করোনা পরিস্থিতির এই সংকটময় কালে সকলকে সরকার প্রদত্ত বিধিনিষেধ পালনের মাধ্যমে এই দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জনান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।