খুলনার ৬টি আসনেই আওয়ামী লীগের জয়লাভ

নিজস্ব প্রতিবেদক : খুলনা-১ আসনে (১০৭ টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১,৭২,০৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খান পেয়েছেন ২৮,৪৩৭ ভোট।

খুলনা-২ আসনে (১৫৭টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল ১,১২,১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২৭,৩৭৯ ভোট।

খুলনা-৩ আসনে (১১৭টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান ১,৩৪,৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ২৩,৬০৬ ভোট ।
খুলনা-৪ আসনে (১৩১টিকেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম মুর্শেদী ২,২৩,২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুল বারী হেলাল পেয়েছেন ১৪,১৮৭ ভোট।

খুলনা-৫ আসনে (১৩৩টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ-২,৩১,৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ৩২,৯৫৯ ভোট।

খুলনা-৬, (১৪১টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের শেখ মোঃ আকতারুজ্জামান বাবু ২,৮৪,৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯,২৫৭ ভোট।