খুবির দুই শিক্ষার্থীকে মারধর, ৫ ঘণ্টা প্রধান সড়ক অবরোধ

খুলনা অফিস

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বেলা প্রায় ১১:৩০ থেকে ০৪:৩০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে খুবি শিক্ষার্থীরা।

পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মারধর করা হয় ওই দুই শিক্ষার্থীকে যা পরবর্তীতে সড়ক অবরোধে রূপ নেয়।

আজ, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে ময়লা পোতার দিকে যাচ্ছিলেন খুবির দুই শিক্ষার্থী আলহাজ মোল্লা ও সুজন হোসেন। একটি গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের ঘষা লাগে লায়ন্স স্কুলের সামনে। প্রাইভেট কারের যাত্রীরা এবং আরো কিছু যুবক এর পরিপ্রেক্ষিতে ওই দুই শিক্ষার্থীকে মারধর করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি জানাজানি হওয়ার পর অন্যান্য শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে শুরু করে সড়ক অবরোধ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হোসেন লিমন জানান, এ ঘটনায় তারা থানায় মামলা করবেন। খুবির ছাত্রবিষয়ক পরিচালক, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন বিকাল ০৪:৩০ টায়।