খুবিতে গবেষণা সুবিধা বৃদ্ধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আশ্বাস

খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) নিরঞ্জন দেবনাথ ০৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ বুধবার সকাল সাড়ে ৯টা সৌজন্য সাক্ষাত করেন। অতিরিক্ত সচিব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে নানামুখী গবেষণা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের কয়েকটি দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়নের আরও বেশি গবেষণা হওয়া প্রয়োজন। গবেষণা ছাড়া একটি দেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। গবেষণা সহায়তায় বর্তমান সরকারের উত্তরোত্তর বরাদ্দ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন এবং একই সাথে অন্যান্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা দরকার। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে প্রতিনিধি রাখার বিষয়টিও তিনি তুলে ধরেন। খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে একটি অবস্থান সৃষ্টি করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, গবেষণা কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে আমরা স্কলারশিপের পরিমাণ বৃদ্ধিসহ নানা সুবিধা সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হচ্ছে। অতিরিক্ত সচিব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গবেষণা খাতে সম্ভাব্য সহায়তার বিষয়ে মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় মন্ত্রণালয়ের উপ-সচিব (অধিশাখা-৩, বাজেট শাখা) বাবুল মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল এর পরিচালক প্রফেসর ড. মুরছালিন বিল্লাহ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।