খুটাখালীতে গ্যারেজ থেকে অটোরিকশার ৫৬টি ব্যাটারি চুরি

জেপুলিয়ান দত্ত জেপু, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তে গ্যারেজ থেকে অটোরিকশা ৫৬টি ব্যাটারি চুরির হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার(৫ জানুয়ারী) ভোররাত সাড়ে ৩টার সময় খুটাখালী বাজারের উত্তর পাশে গ্রামীণ ব্যাংক সংলগ্ন মহাসড়কের লাগোয়া দক্ষিণ পাশে অটোরিকশা গ্যারেজে ঘটেছে এ ঘটনা।

সরেজমিনে গেলে দেখা যায়,অটোরিকশা গ্যারেজের ঘরটি দক্ষিণ পাশের তত্ত্বার বেড়ার ভেঙ্গে ভিতরে ঢুকে গ্যারেজের রাতের প্রহরী গ্যারেজটির শেয়ার হোল্ডার মালিক গিয়াস উদ্দিনকে হাত,পা ও মূখে কস্টেপ মোড়িয়ে অস্ত্রধারীরা ১৩টি অটোরিকশা ব্যাটারি খুলে ৫৬টি ব্যাটারি পিকাপ গাড়ী করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকার মত হবে বলে জানান চালকেরা।

১৩টি অটোরিকশা গাড়ীর চালকেরা হলেন,আব্দুর রহিম,ফজল করিম,নাছির উদ্দিন,হেলাল উদ্দিন,আইয়ূব উদ্দিন,নজরুল ইসলাম,কামাল উদ্দিন,জহির আহমদ,মিজান,আরমান হোসেন আজাদ,মোঃলালু,আব্দুল মতলব,গুরা মিয়া।

চালকেরা জানান,আমরা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে গাড়ী চার্জে দিয়ে বাড়ীতে চলে যায়।ঐরাতে আমাদের ১৩টি গাড়ীর ব্যাটারি খুলে নিয়ে গেছে চুরেরা।এই জন্য আমরা গ্যারেজ মালিকপক্ষের একটু অবহেলার কারণ হতে পারে।অন্য দিকে অস্ত্রধরে চুরি করার কারণে এখন আমরা বিপাকে পড়েছি।কারণ ৯টি গাড়ী ভাড়ায় চালায়।এখন আমরা গাড়ীর মালিককে জবাব দিতে পারছিনা।তাই আমাদের ব্যাটারি উদ্ধার জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি বলে জানিয়েছেন।

প্রহরী ও গ্যারেজ মালিক গিয়াস উদ্দিন জানান,তত্ত্বার বেড়া ভেঙ্গে একজন ভিতরে ঢুকে দরজা খোলার সময় আমি জেগে উঠি।এসময় ১০জনের একটি চুরের দলে আমাকে অস্ত্রধরে জিম্মি করে হা,পায়ে,মূখে কস্টেপ মোড়িয়ে দিয়ে ফেলে রেখে গায়ের উপরে কম্বল দিয়ে চাপিয়ে রেখে ১৩টি গাড়ীর ব্যাটারি নিয়ে গেছে।নিয়ে যাওয়ার সময় আজানের শব্দ শুনেছি।সময়ের অভাবে অন্যান্য গাড়ীতে হাত দিতে পারেনি।এবিষয়ে আমি আইনের সহায়তা অবশ্যই নিব।

এবিষয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম বলেন,গ্যারেজ থেকে ব্যাটারি চুরির বিষয়টি এখনো কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।