খায়রুল বাশার-চমক জুটির ‘অবশেষে একা’

অভিনয়শিল্পী নিকুল কুমার মন্ডল নাটক নির্মাণ শুরু করেছেন। সম্প্রতি প্রচার হয়েছে প্রথম নাটক ‘নুরুলের শেষের কবিতা’। এবার নিকুল নির্মাণ করলেন আরও একটি নাটক। এর নাম ‘অবশেষে একা’। লিমন আহমেদের রচনায় নাটকটিতে জুটি বেঁধেছেন খায়রুল বাশার ও রোকাইয়া জাহান চমক।

ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে আলোচনায় আসা এই দুই তারকা নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন। সম্প্রতি একাধিক নাটকে তাদের জুটি বাঁধতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হবেন রোমান্টিক একটি গল্পে। যার শেষ পরিণতি করুণ।

গেল অক্টোবরের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। পরিচালক নিকুল কুমার মন্ডল বলেন, ‘আমি ক্যারিয়ারের প্রথম নাটকটি নির্মাণ করেছিলাম প্রেম, কবিতা ও দর্শনকে একসঙ্গে করে। আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নান বোধগুলোই মনে ধরে রাখে।

সেই ভাবনা থেকে ‘অবশেষে একা’ বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প এখানে উঠে আসবে। খুব দারুণ কাজ করেছেন খায়রুল বাশার ও চমক। আমার পুরো টিমের কাছেও আমি কৃতজ্ঞ। তাদের সম্মিলিত সহযোগিতাই নাটকটিকে পূর্ণতা দিয়েছে।’

খায়রুল বাশার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সুক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে। চমকের সঙ্গে জুটি হয়ে নিকুল দা’র পরিচালনা উপভোগ করেছি। আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে নাটকটি।’

নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিলো। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে। নাটক ও আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটলেই তৃপ্তি পাবো।’

নাটকটি খুব শিগগিররই দেশের জনপ্রিয় কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।