কয়রায় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

নিতিশ সানা,কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার প্রত্যন্ত দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশী এলাকার ক্ষতিগ্রস্থ ২২০টি পরিবারের মাঝে তারপলিন ও তাবু বিতরন করেন।

কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন দূর্গম এলাকা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে ও উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে জেলা রেডক্রিসেনট সোসাইটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন। এসময় তিনি বুলবুলে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাদের দুঃখ কষ্টের খোজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএমএ’র দপ্তর সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য অধ্যপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, নির্বাহী সদস্য আবু জাফর, রেড ক্রিসেন্টের জেলা ইউনিট লেভেল অফিসার মাইনুল ইসলাম পলাশ, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান জিএম কবি শামসুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম।