ক্ষেতলালে সার্বক্ষণিক প্রসবসেবা নিশ্চিত করণ কর্মশালা অনুষ্ঠিত

এস কে মুকুল জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ এবং মাতৃ মৃত্যুর হার কমানো বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
এ সময় মুল প্রবন্ধ আলোচনা করেন, সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. মোস্তফা কামাল, অন্যান্যদের বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ঢাকা) উপ-পরিচালক (এমসিএইচ) ডা. জাহাঙ্গীর আলম প্রধান, ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট(এফপিসিএস কিউআইটি) ডা.সীতেন শেখর দাস, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আতাউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা আফিসার ডা. লায়লা আরজুমান বানু, আরএমও ডা. নুরেফাতেমা জান্নাত নুরি ইড়া, গাইনি ডা. মোরশেদা আক্তার স্বপ্না, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, আবু রাশেদ আলমগীর হোসেন, মশিউর রহমান শামীম, হাইকুল ইসলাম লেবু মোল্লা।
উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রুহুল আমিন পাপন, শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ্ সরকার, ক্ষেতলাল ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, নূরুন্নাহার গুন্নাহ। মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক আজিজুল ইসলাম, হাসান আলী এবং সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।