ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ায় সমবায় আন্দোলনকে জোরদার করতে হবে :সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ থেকে মোহাম্মদ হজরত আলীঃ ”বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি ক্ষুধা দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি শনিবার সকালে মুক্তাগাছ উপজেলা পরিষদ শহিদ হযরত আলী মিলনায়নে ৪৮তম সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিঅর্থনীতি বিকাশে সমবায় আন্দোলনকে জোরদার করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন।তিনি সমবায়ীদের সমবায়ের নীতি ও আদর্শ অনুসরণ করে নিজেদের আত্মনির্ভরশীল  হওয়ার আহবান জানান।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ বিল্লাল হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান আরব আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,উপজেলা সমবায় অফিসার মো. আলী উসমান।মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৪৮তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক দেবাশীষ ঘোষ বাপ্পি। এর আগে মন্ত্রী এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বর্নাঢ্য সমবায় র‌্যালিতে অংশ নেন। র‌্যালীতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। পরে সমবায় আন্দোলনে অসামান্য অবদান রাখায় ১১ টি সমবায় সমিতির ৯ জন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।