ক্যারোফির উদ্যোগে বাংলাদেশী রোগীদের বিদেশে চিকিৎসার সুব্যবস্থা

খুলনা নগরীর নিউমার্কেট এলাকার টাটা বিল্ডিং এ এক সেমিনার অনুষ্ঠিত হয়
খুলনা প্রতিনিধি : দেশীয় চিকিৎসকগন চিকিৎসার জন্য বিদেশে যেতে বলেন রোগীদের । তখনই বিপাকে পড়েন কিভাবে যাবেন কোথায় যাবেন নানান ধরণের প্রশ্ন। সমস্ত বাধা বিপত্তি ভেঙে দিয়ে সহজ উপায়ে যেতে পারেন বিদেশ।
পাসপোর্ট ভিসা সহ যাবতীয় ব্যবস্থা করে ভারত, সিঙ্গাপুর, দুবাই সহ বিভিন্ন রাষ্ট্রে স্বল্প খরচে পাঠিয়ে থাকে ক্যারোফি হেলথ সলুশনস। বাংলাদেশ (কান্ট্রি ডাইরেক্টর) মোঃ আশরাফুল ইসলাম ও মেহেদী আল হাসান (কান্ট্রি পার্টনার) দৈনিক এই আমার দেশকে বলেন খুলনা বিভাগে এই প্রথম রোগীদের জন্য এই সুব্যবস্থা সকলের পাশে থেকে একে অপরের সহযোগিতা হওয়া উচিত আমাদের কর্মকান্ড দেশ ও জাতির ভবিষ্যত প্রজন্মের জন্য চিকিৎসা ব্যবস্থা মৌলিক চাহিদার অন্যতম তাই সদা সর্বদা রোগীদের সাহায্যে আমরা অংগীকার বদ্ধ।