কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান হত্যার প্রতিবাদে চাটখিলে সাংবাদিকদের সমাবেশ

বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টার (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ,লীগের দু’গ্রুপ কাদের মির্জা ও বাদলের সংঘর্ষের সময় পেশাগত দ্বায়িত্ব পালনের সময় বাংলাদেশের সমাচার’র কোম্পানীগঞ্জের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সমাবেশ করেছে চাটখিল উপজেলার সাংবাদিকরা।

চাটখিল পৌর শহরের প্রধান সড়কে রবিবার ২১শে ফেব্রুয়ারী দুপুরে অনুষ্ঠিত চাটখিল উপজেলা প্রেসক্লাবের ও সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, আনিস আহমেদ হানিফ, জাহাঙ্গীর আলম,স্বপন পাটোয়ারী, নজরুল দেওয়ান, মহি উদ্দিন বাবু প্রমূখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক আলা উদ্দিন, সাইফুল ইসলাম রিয়াদ, মোঃ বেল্লাল হোসেন নাঈম, ফরিদ খানসহ উপজেলা কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

সমাবেশে বক্তারা সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাশির দাবী জানান।

উল্লেখ্য,গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট তরকারি বাজারের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর ছোট ভাই আঃকাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সাংবাদিক মুজাক্কির সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গলায় ফোরভোলগুলি বিদ্ধ হন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০:৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নোয়াব আলী মাষ্টারের ছেলে।