কোটচাঁদপুরে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানদের উপরেই আস্থা হাইকমান্ডের

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নির্ধারনী কমিটি চুড়ান্ত আস্থা রাখলেন বর্তমান চেয়ারম্যানদের উপরেই। তাই কোনো ইউনিয়নেই নতুন কোনো প্রার্থীর দেখা পেলোনা ঝিনাইদহের কোটচাঁদপুরবাসী।
উপজেলার ৫ ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যানরাই  আবারও হলেন নৌকার মাঝি। নির্বচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফার ইউপি নির্বাচনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা চুড়ান্ত ও প্রকাশ করা হয়।
বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকা অনুযায়ী কোটচাঁদপুর পাঁচটি ইউনিয়নে মনোনয়ন পেলেন, সাফদারপুর ইউনিয়নে নওশের আলী, দোড়া ইউনিয়নে কাবিল উদ্দিন বিশ্বাস, কুশনা ইউনিয়নে আব্দুল হান্নান, বলুহর ইউনিয়নে আব্দুল মতিন, এলাঙ্গী ইউনিয়নে মিজানুর রহমান খাঁন। তবে স্ব স্ব এলাকার কিছু ভোটার বলেছেন, দু একজন নতুন প্রার্থী থাকলে নির্বাচনী মাঠ আরো একটু গরম হতো।
Attachments area