কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিচ্ছে আ.লীগ: অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার সকাল ৮টার দিকে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। এর কিছুক্ষণ পরই তার এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম। তিনি জগ প্রতীকে ভোট করছেন।

গাংনী পৌর এলাকার নয়টি কেন্দ্রে ৬১টি বুথে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিজিবি, আনসার দায়িত্ব পালন করছেন। পৌরসভায় এবার মোট ২০ হাজার ৩৫৭ ভোটার রয়েছেন।