কুয়েতে ৫০ দেশের কূটনীতিকদের বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা সবুজ অঞ্চল, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে কুয়েতের মরু অঞ্চল আবদালিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) ইউএন হ্যাবিট্যাট, কুয়েতের আয়োজনে ও কেওসি এর সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানসহ কুয়েতে নিযুক্ত ৫০টি দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতের ১ হাজার বৃক্ষ রোপন করেন।

৪ মিলিয়ন বর্গ মিটার প্রায় দেড় লক্ষাধিক বন্য গাছপালা রয়েছে যার মধ্যে ৪০ ধরনের গাছ গুলো হল সমর, রামথ, আল-গাদা, তালহা, গাফ, আরাক, মেহেদি, শান্তি, তামরিস্ক, পারহাম্মাম, বিলারকানসোনিয়া, হেগলিগ, গাম আরবি।

রাষ্ট্রদূত বলেন,পরিবেশগত ক্ষতি সংশোধন এবং মরুভূমিতে জীবন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে বৃক্ষরোপনের বিকল্প নেই।