কুষ্টিয়ায় সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাছ নিধন প্রতিরোধে ব্যাতিক্রমি কর্মসুচি

কুষ্টিয়া প্রতিনিধি : প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না। মানুষের নিজের স্বার্থেই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। “ গাছ বাঁচলে, মানুষ বাঁচবে ” গাছ হত্যা বন্ধ করুন এই স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার সুশীল সমাজ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে জনসচেতনায় শহরের নানা এলাকায় গাছে গাছে স্টিকার লাগানো এবং বৃক্ষনিধন প্রতিরোধে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের পোষ্ট অফিসের সামনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন , মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলন, কুষ্ঠিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেল, তারুণ্যেও ছোঁয়ায় পরিবর্তন সোসাইটি কুষ্টিয়া সেন্ট্রলের আহবায়ক নাব্বির আল নাফিজ, সাফিয়া সেচ্ছাসেবী সংগঠনের স্বাধারন সম্পাদক তামিম আদনান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক সাব্বির সুম সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। শুধু অক্সিজেন নয় প্রয়োজনীয় জ্বালানি, ঘর করার কাঠ এবং ফলমূল আমরা গাছ থেকে পেয়ে থাকি। কিন্তু সরকারি পদক্ষেপ থাকার পরও প্রতিনিয়তই কিছু গাছ খেঁকো মানুষ প্রকৃতির বন্ধু গাছকে হত্যা করে যাচ্ছে । বৃক্ষরোপণের উপকারিতা ব্যাপক। গাছ গরমের উষ্ণতা থেকে পরিবেশকে শীতল রাখে। গাছপালা থাকার কারণে দেশে বৃষ্টিপাত হয়। আমরা প্রায়ই একটা কথা শুনে আসছি ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’। এর অর্থ হচ্ছে পরিবেশ বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছের সঠিক পরিচর্যা করতে হবে। দেশটা আমাদের তা গড়তেও হবে আমাদেরই । তাই আসুন আমরা বৃক্ষনিধন বন্ধ করি সুন্দর একটি দেশ গড়ি।