কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : মেয়াদ উত্তীর্ণ কোমল পানি, নকল মুনসুর বিড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠান মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া। আজ সোমবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃতে ¡ শিমুল বিশ্বাস নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শহরের এন এস রোড়ে মেসার্স নুপুর ট্রেডার্সে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক মধু সুদন দত্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩০,০০০/-হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ক্ষতিপূরণ হিসাবে অভিযোগকারীকে ২৫% হিসাবে ৭,৫০০/= টাকা প্রদান করা হয়েছে। অপরদিকে বড়বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল মুনসুর বিড়ি বিক্রয়ের অপরাধে নিমাই স্টোরের মালিক লিটন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০,০০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১৯ ফাইল বিড়ি জব্দ করা হয়। এসময় জেলা বাজার কর্মকর্তা জনাব মোঃ রবিউল ইসলাম, জেলা সেনেটারী ইনেসপেক্টর জনাব মোঃ ইনসাফ হোসেন, সাংবাদিক ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।