কুষ্টিয়ায় দলবেধে গৃহবধু ধর্ষণে চারজনের যাবজ্জীবন সহ অর্থদন্ড

কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়া মডেল থানার একটি ধর্ষন মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আসামীদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। ধর্ষণ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- সদর উপজেলার বটতৈল মধ্যপাড়া গ্রামের মোস্তফা প্রামানিকের ছেলে লখাই প্রামানিক ওরফে আজাদ(৫০),চৌড়হাস ফুলতলা গ্রামের আসাদুলের ছেলে শামীম হোসেন(৩২) কাথুলিয়া গ্রামের আনোয়ার বিশ^াসের ছেলে চন্নু বিশ^াস ও শফি মন্ডলের ছেলে নজরুল। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ মে সন্ধায় সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে ওই গৃহবধুকে কৌশলে ডেকে নিয়ে পাশর্^বর্তী পাট ক্ষেতে দলবেধে ধর্ষণের ঘটনার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় ভুক্তভোগী ওই গৃহবধু নিজেই বাদি হয়ে ৫জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ০৭অক্টোবর ৬জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জসীট দাখিল করেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের (ভারপ্রাপ্ত) সরকারী কৌশুলী সাইফুল ইসলাম বাপ্পী বলেন, গৃহবধু গ্যাং রেফএর ঘটনায় ছয়জনের বিরুদ্ধে চার্জগঠন ও স্বাক্ষ্য শুনানী শেষে লখাই, শামীম, চুন্নু ও নজরুলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেকের ৫০হাজার টাকা জরিমানা আদেশ এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় লাহরী ও নাজিমকে খালাস দিয়েছেন আদালত।