কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালন

নিউজ ডেস্ক::সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দুনিয়া ও আখেরাতের মুক্তির কান্ডারী, নবীকূলের শিরোমণি এবং আখেরি জামানার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন আদর্শকে অনুস্মরণ ও অনুকরণ করলে দুনিয়া ও আখেরাতে এবং সমাজের সর্বক্ষেত্রে শান্তি ও কল্যান বয়ে আনে। কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তা একমাত্র রহমত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে প্রেরণ করেন। তাই আমাদের প্রতিটি মানব জাতির সর্বদা নবীজির মত ও পথকে অনুস্মরণ ও অনুকরণ করে জীবন পরিচালনা করতে হবে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল মতিন এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭৪ সালে সর্ব প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ঈদ-ই মিলাদুন্নবী পালনে অনুমতি প্রদান করেন এবং আলেম সমাজের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দাবী পাস করে তিনি তৎকালীন সময়ে দৃষ্টান্ত স্থাপন করেন। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাদিক হোসেন মামুন এর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মো: ওমর ফারুকী তাপস এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও আলোচনা অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির।

আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খাঁন, সাধারণ সম্পাদক খাদেম ফিরোজ, মাওলানা আমিনুল ইসলাম আকবরী, টমছমব্রীজ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান, এড. আব্দুল কাইউম চিশতি ও ইউনুস গাফ্ফারী বকসী প্রমূখ। এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলার আলোড়ন সম্পাদক রফিকুল ইসলাম, একাত্তর টিভি কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক ও আবু মুসা প্রমূখ। এসময় মিলাদ ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুব মোর্শেদ, আজিজুল হক, জামে আলম দুলাল, জসিম উদ্দিন কনক, সৈয়দ আহমেদ লাভলু, এমদাদুল হক সোহাগ, মনির হোসেন, আমেনা বেগম শিউলী, মনির হোসেন, সাইফুল ইসলাম সুমন, মো: নুরুল ইসলাম, হালিম সৈকত, রফিকুল ইসলাম, সুমন কবির, মারুফ আহমেদ, সালাউদ্দিন সুমন, ওমর কাইয়ুম, রবিউল হাসান, তুহিন আহমেদ, অমিত মজুমদার, আরিফ আজগর প্রমূখ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল মতিন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহার, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম রতন সহ অন্যান্য প্রয়াত ও অসুস্থ্য সকল সাংবাদিকদের উদ্দেশ্যে দোয়া করা হয়।