কুমিল্লায় সম্প্রীতি বাংলাদেশের “সম্প্রীতি সংলাপ”

হালিম সৈকত,কুমিল্লাঃ সম্প্রীতি’ শব্দটি সম্পর্কের দিক থেকে বহুমাত্রিক। ব্যক্তিক, পারিবারিক এবং সমষ্টিগত বিচারে তা ধর্মীয় সম্প্রদায়গত, শ্রেণিগত, জাতিগত, এমনকি রাষ্ট্রিক ও বৈশ্বিক। মানব সম্পর্কে ‘সম্প্রীতি’ একটি গুরুত্বপূর্ণ শব্দসূচক। রাজনীতি এর বাইরে নয়। তবে ভারতীয় উপমহাদেশের (অবিভক্ত ও বিভক্ত) ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি সমাজ ও রাজনীতির ক্ষেত্রে বিশেষ প্রাধান্য পেয়ে এসেছে। এমনকি ত্রিধাবিভক্ত উপমহাদেশও এর ব্যতিক্রম নয়।

১৫ নভেম্বর ২০১৯খ্রি. বিকাল ৪টায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউটে হয়ে গেল সম্প্রীতি বাংলাদেশ এর প্রথম সম্প্রীতি সংলাপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব ও সম্প্রীতি বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক মো.নাসির উদ্দিন আহমেদ, ডা: হারিছুল হক, ডা: বিমান চন্দ্র বড়ূয়া, প্রফেসর মো. আমীর আলী চৌধুরী, ডা: তৃপ্তি চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, নারীনেত্রী পাপড়ি বসু, প্রফেসর জোহরা আনিস, ড. আলী হোসেন চৌধুরী, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, এডভোকেট গোলাম ফারুক, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, এডভোকেট শহিদুল হক স্বপন, ট্রাস্টি নির্মল পাল,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, জাহাঙ্গীর আলম ইমরুল, অধ্যাপক দিলীপ মজুমদার প্রমুখ। এ সময় মঞ্চে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান অতিথিগণ এক মঞ্চে বসে সৌহাদ্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেন।