‘কুড়িগ্রাম কেন দারিদ্রের শীর্ষে’

কুড়িগ্রাম জেলা কেন দারিদ্রের শীর্ষে’ তা জান‌তে চে‌য়ে মানববন্ধন করেছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি মহাসচিব ডলার বলেন, ‘আজ আমরা এখানে এসেছি কুডিগ্রামের কান্না নিয়ে, কুডিগ্রামের হাহাকার নিয়ে। কুড়িগ্রাম এখনো ৭১ শতাংশ মানুষ দরিদ্র। কুড়িগ্রাম জেলার ৭০ দশমিক ৮৭ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম পর্যন্ত ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ নামে একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

এ সময় কুড়িগ্রামের জন্য বিশেষ বাজেট, জনশক্তি রফতানি, রেললাইন ও নদীবন্দর স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ, বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।