কুড়িগ্রামে সমাজসেবার উদ্যোগে ঋণগ্রহিতাদের অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামের সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণের পূর্বে অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয় হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রংপুর বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন ও কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকনুল ইসলাম।

ঋণ বিতরণের পূর্বে অবহিতকরণ প্রশিক্ষণে অনলাইনে যুক্ত ছিলেন-ঢাকা সমাজসেবা অধিদপ্তরের ইউসিডি শাখার উপপরিচালক নাসির উদ্দিন, ঢাকা সমাজসেবা অধিদপ্তরের ইউসিডি শাখা সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণ শেষে ঋণের অর্থ, প্রকল্প গ্রামের সাইনবোর্ড এবং সঞ্চয় ও কিস্তি আদায় পাশবই বিতরণ করেন-কুড়িগ্রাম শহর সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সর্বমোট ৩০ জন ঋণ গ্রহিতার মাঝে ৯ লক্ষ টাকা বিতরণ করা হয়।