কিশোরগঞ্জে অবৈধ গাড়ী পার্কিংয়ের জরিমানা

এস কে রাজুুঃ কিশোরগঞ্জ শহরে তাজ রেস্টুরেন্টসহ ৭ ব্যাক্তিকে রাস্তার পাশে অবৈধ গাড়ী পার্কিংয়ে সর্বমোট ৫৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টায় কিশোরগঞ্জ শহরের স্টেশনরোডের তাজ রেস্টুরেন্টে পচাঁ বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং পরিবেশনের দায়ে ৫০ হাজার এবং মেইন রোডের উপরে অবৈধ গাড়ি পার্কিং এর জন্য ৭ হাজার ৫শত টাকাসহ সর্বমোট – ৫৭ হাজার ৫ শত টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা। এসময় ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন – ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বিআরটিএর ইন্সপেক্টর ফয়েজ আহমেদ, জেলা ট্রাফিক ইনস্পেক্টর এম এ করিম, পৌরসভার ইন্সপেক্টরসহ জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা বিআরটিএ ও কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা বৃন্দ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন – কিশোরগঞ্জ জেলা ট্রাফিক ও পুলিশ বাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা জানান- অভিযানকালে তাজ রেস্টুরেন্টে পচাঁ বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমান করা হয় এবং শহরের মেইন রোডে যত্রতত্রভাবে অবৈধ গাড়ি পার্কিং এর জন্য মোটরসাইকেল টমটম ও মালবাহী ট্রাকের চালককে পৌরআইনে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো: ইব্রাহিম হোসেনের নেতৃত্বে আরো দুটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।