কিশোরগঞ্জের বড় বাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ

এস কে রাজুঃ কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ হাজার ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরের বড় বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।

এসময় উপস্থিত ছিলেন-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন, পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট কাজী সুমনসহ র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করার দায়ে মজিবুর রহমান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, সেলিম স্টোরকে ১৫ হাজার টাকা ও আবুল কালাম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২ হাজার ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।