কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার ২৩ বস্তা টাকা।

নূরুন্নাহার নূর তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি:-
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। জেলা শহরের ঐতিহাসিক এই মসজিদটিতে ৯ টি দান বাক্স রয়েছে।

তিন মাস অন্তর অন্তর এই দানবক্স খোলা হয়। এবার তিন মাসের উপরে হয়েছে পৌনে চার মাস। দানবাক্স খোলা কমিটির আহবায়ক মমতাজের তত্ত্বাবধানে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে শনিবার ৯ ডিসেম্বর সকাল পৌনে আটটার দিকে দান বাক্স খোলা হয়। তখন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোঃ রাসেল শেখ।

দানবক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে আবুল কালাম আজাদ জানান।টাকা গণণার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এটিএম ফরহাদ চৌধুরী রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার রওশন কবির, মাহমুদুল হাসান সামিউল ইসলাম,আফিয়া বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম।ব্যাংকের ৫০ জন স্টাফ,মাদ্রাসার ১২২ জন ছাত্র মসজিদ কমিটির ৩৪ জন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছে টাকা গণণার কাজে। এর আগে গত ১৯ শে আগস্ট ৩ মাস ৩ দিন পর দান বাক্স খোলা হয়েছিল।

এখন ২৩ টি বস্তায় ৫ কোটি ৭৮ লক্ষ ৯৩২৫ টাকা পাওয়া গেছে। এতো টাকা পাওয়াটা নতুন রেকর্ড। এছাড়াও মসজিদে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন অসংখ্য মানুষ। মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান জানান প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করেন এই মসজিদে।