কালীগঞ্জে লকডাউনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় লগডাউন এর কঠোর বিধিনিষেধ অমান্য করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় মেয়ের অভিভবকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিজষ্ট্যাট সহকারী কমিশনার ভূমি জনাব শাহিনা আক্তার।

শুক্রবার জুম্মার নামাজের পড়ে জামালপুর ইউনিয়নের চান্দের ভাগ এলাকার মাখন মোড়ল তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে(১৬) স্থানীয় আর এম বিদ্যাপীঠ এর দশম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করে।সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে লোকজন সমাগম করে বিয়ের আয়োজন করে।গোপন সংবাদ বিত্তিতে খবর পেয়ে কালীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মেয়ের বাবাকে বিশ হাজার টাকা জরিমানা সহ বর ও কনে উভয় পক্ষের মোছেলেকা নিয়ে ভবিষ্যতে এইরুপ কাজ তারা আর করবেনা বলে।