কালীগঞ্জে মৃত ব্যাক্তির নামে আদালতের সমন

ওমর আলী মোল্যা, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাংগালীয়া ইউনিয়নের জাংগালীয়া গ্রামে মৃত ব্যাক্তির নামে আদালতের সমন জারি করা হয়েছে।অত্র গ্রামের মোঃনূরুল হক মোল্যা,পিতা মৃত রহিম উদ্দিন মোল্যা গং বাদী হয়ে বিঞ্জ জেলা জজ ২য় দুই এর আদালতে ১নং পাতায় বিবাদি হিসাবে ভেস্টেট এন্ড নন রেসিডেন্ড প্রপার্টি ব্যাবস্থাপনায় বাংলাদেশে সরকারের পক্ষে জেলা প্রশাসক গাজীপুর,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজীপুর, সহকারী কমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা, তহসিলদার জাংগালীয়া ভূমি অফিস কালীগঞ্জকে সহ ২ নং ও ৩নং পাতায় ঐ গ্রামের আরো ২২ জনের নাম বিবাধী হিসেবে উল্লেখ করে একটি ঘোষণা মূলক মামলা দায়ের করে।যা আদালত দেঃ মোঃনং৬১/২০২০ হিসাবে আমলে নিয়ে ঐ গ্রামের মৃত ব্যাক্তি মৃত আব্দুল রশিদ মোল্যা,পিতামৃত মাজম আলী মোল্যা,মৃত মোঃছাদত আলী,পিতা মৃত মজর উদ্দিন,মৃত আঃমান্নান মোল্যা,মৃত আঃজলিল মোল্লা উভয় পিতামৃত জৈন মোল্লা গ্রাম জাংগালীয়া, পোস্ট আদি জাংগালীয়া, উপজেলা কালীগঞ্জ,জেলা গাজীপুর এর বিরুদ্ধে আদালত হইতে সর্বশরীরে হাজির হয়ে, নিযুক্ত আইন জীবীর মাধ্যমে২৩/০৯/২০২০ তারিখে আদালতে উপস্থিত হয়ে জবাব দানের কথা উল্লেখ করাহয়।মৃত ব্যাক্তিদের ওয়ারিশ গন আক্ষেপ করে বলেন আমাদের পূর্ব পুরুষ গন বিগত কয়েক বছর আগেই মৃত্যু বরন করেছে তাদের নামে আদালত সমন জারি করে।হায়রে আমাদের দেশের বিচার ব্যাবস্থা।

বিবাদী পক্ষ আক্ষেপ করে আরো বলেন, বাদী মোঃনূরুল হক মোল্যা তার আর্জতে এই মর্মে উল্লেখ করে যে তার পিতামৃত রহিম উদ্দিন মোল্যা ক্রয় সূত্রে এই জমির মালিক হন।আর্জিতে বদীর পিতা যাদের কাছ থেকে জমি ক্রয় করেছে তারা কি ভাবে জমির মালিক হয়েছে তার দলিল নম্বর ও তারিখ উল্লেখ করেছে। অতচ আর্জির চলমান পাতা ৮ এ উল্লেক্ষিত এস এ ১৭৩ খতিয়ানের জমি বাদীর পিতা যে দলিল মূলে ক্রয় করে দাবী করিতেছে তার কোন দলিল নম্বর ও তারিখ আর্জতে উল্লেখ করা হয় নাই।তাহলে কি এর কোন সঠিক দলিল নাই।