কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান।এ সমন্বয় সভায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের তাগিদ দেওয়া হয়।এ ছাড়াও শিক্ষকগণ কর্তৃক শিক্ষার্থীদের গৃহ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা শিখন শিখানো কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধান করাসহ বাৎসরিক স্কাউট ফি প্রদান, ২০২৩ সালের বই বিতরণ উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে সম্ভাব্য বইয়ের তালিকা প্রদান করা, স্কাউট এর জন্য তিনটি দল গঠন করা, শিক্ষার্থীদের অনলাইনে ইউনিক আইডি কার্য সম্পাদন করা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।